এভাবে বিগত প্রায় ২৮ বছর সাফল্যের সাথে দেশের ৮টি জেলার ৩০টি উপজেলায় পরীক্ষা-নিরীক্ষার পর সরকার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বা এসএফডিএফ নামে স্বতন্ত্র একটি সংগঠন গড়ে তোলে। আগামী দিনের গরীব, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সমস্যাগুলোকে সমাধান করাই এর মূল উদ্দেশ্য। এছাড়া প্রকল্পের নিকটবর্তী উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদেরকে সংগঠিত করে তাদের উৎপাদন, কর্মসংস্থান তথা আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ‘জামানত বিহীন’ ঋণ সহায়তা দানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়ন। প্রকল্পের দীর্ঘ মেয়াদী উদ্দেশ্য হচ্ছে প্রকল্পের আওতায় গঠিত দলগুলোকে দলের সকল সদস্যগণের দলীয় কার্যক্রমে অংশীদারিত্ব নিশ্চিত করে আর্থিকভাবে সয়ম্ভর এবং ব্যবস্থাপনার দিক থেকে স্ব-কার্যক্রম দলে উন্নীতকরণ।