Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২১

সাপোর্ট সার্ভিস সুবিধাসমূহ

 

বার্ড গ্রন্থাগার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পেশাজীবীদের ব্যবহারের জন্য পল্লী উন্নয়ন সম্পৃক্ত পুস্তক, জার্ণাল ইত্যাদিতে অত্যন্ত সমৃদ্ধ। গ্রন্থাগারের সংগ্রহ প্রায় পঁয়ষট্টি হাজার এবং ক্রয়কৃত নিয়মিত জার্ণালের সংখ্যা প্রায় একশত। তথ্যায়ন শাখা পল্লী উন্নয়ন বিষয়ক তথ্য নিয়মিতভাবে সংগ্রহ করে ও তথ্য সেবা প্রদান করে।

 

বার্ডে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব আছে। কম্পিউটার ল্যাবটি বার্ডে আগত প্রশিক্ষণার্থীগণকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের কাজে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবটিকে ইন্টারনেট, ই-মেইল, সকল হোস্টেল ও অফিস এরিয়ায় ওয়াইফাই সুবিধা, ব্রাউজিং এবং ফাইল ট্রান্সফারের সুবিধাসহ আভ্যন্তরীণ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং গবেষণা তথ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। একাডেমির সবকটি সম্মেলন কক্ষ, শ্রেণী কক্ষ এবং মিলনায়তনের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ওয়াইফাই সুবিধা রয়েছে। একাডেমির প্রশিক্ষণসমূহ আবাসিক। আবাসনের জন্য একাডেমিতে আন্তর্জাতিক হোস্টেল, মহিলাদের জন্য আলাদা মহিলা হোস্টেল এবং বিভিন্ন শ্রেণীর আরো ৫টি হোস্টেল রয়েছে। এখানে একই সময়ে ৩৯০ জনের থাকার ব্যবস্থা আছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ, সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা অনুষ্ঠানের জন্য একাডেমিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪টি সম্মেলন কক্ষ, ৫টি শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণী কক্ষ, অতিথিশালা, কটেজ ও ক্যাফেটেরিয়া । বিভিন্ন সেবা ও সুবিধাদির মধ্যে রয়েছে মেডিকেল সেন্টার, মসজিদ, লনটেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, ব্যাস্কেটবল, ফুটবল, ক্রিকেট ও বিভিন্ন ইনডোর গেমস এর ব্যবস্থা । মানসম্পন্ন এসব সুবিধার জন্য বার্ডের রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক সুখ্যাতি।

 

কুমিল্লা শহর থেকে ৭ কিলোমিটার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বাইপাস থেকে ৩ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের পাদদেশে কোটবাড়ীর নয়নাভিরাম গ্রামীণ পরিমণ্ডলে ১৫৬ একর জমি নিয়ে একাডেমি অবস্থিত।

 Share with :

Facebook Facebook