পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ
ভূমিকা
পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ( বার্ড) - এর একটি অন্যতম বিভাগ হিসেবে পল্লীর জনগণ এবং পল্লী সমাজ ও প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন হতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্নে এ বিভাগের নাম ছিল পল্লী সমাজতত্ত্ব ও সামাজিক মনোবিজ্ঞান বিভাগ যার অধীনে তিনটি ডিসিপ্লিন ছিল- পল্লী সমাজতত্ত্ব, সামাজিক মনোবিজ্ঞান এবং উন্নয়ন যোগাযোগ। ১৯৮৪-৮৫ সালে উন্নয়ন যোগাযোগকে এ বিভাগ হতে আলাদা করে প্রশাসন বিভাগের অধীনে নিয়ে যাওয়া হয়। পল্লী সমাজতত্ত্বের সাথে জনমিতির গভীর সম্পর্কের কথা বিবেচনা করে এ বিভাগের নাম পরিবর্তন করে পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ রাখা হয়।
পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি- এ দু’টি ডিসিপ্লিনের সমন্বয়ে এ বিভাগ গঠিত। প্রতিটি ডিসিপ্লিনে একজন করে যুগ্ম পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালক রয়েছে। বিভাগীয় প্রধান হিসেবে একজন পরিচালক দায়িত্ব পালন করেন। ফলে এ বিভাগে সাতজন অনুষদ সদস্য রয়েছেন। এছাড়া সহায়তাকারী হিসেবে একজন ব্যক্তিগত সহকারী ও একজন পিয়ন রয়েছেন।