Wellcome to National Portal
  • BARD
  • 2024-12-11-10-04-2ee077c66415261a37b13aa15ebddf10
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২৪

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৭১তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-12-18

2023-12-18-05-42-c5598a1581eb95546e8d2698a29b73c0

অদ্য ১৭ ডিসেম্বর ২০২৩ বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের জন্য ১৭১ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স বার্ডে শুরু হয়েছে। উক্ত কোর্সের উদ্বোধনী অধিবেশন বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ড এর সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা। অনুষ্ঠানের গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক (হাসপাতাল) ড. শেখ দাউদ আদনান। সভাপতি মহোদয় তার বক্তব্যে দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নিয়ে উল্লেখ করে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে বার্ডের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আব্দুল্লাহ আল মামুন; কোর্স পরিচালক ও যুগ্ম পরিচালক (উন্নয়ন যোগাযোগ)জনাব মোঃ আবু তালেব; জনাব জোনায়েদ রহিম যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স সমন্বয়ক এবং জনাব ফরিদা ইয়াসমিন উপপরিচালক (গবেষণা) ও সহযোগী কোর্স পরিচালক।