Wellcome to National Portal
  • BARD
  • 2024-12-11-10-04-2ee077c66415261a37b13aa15ebddf10
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর মহাপরিচালক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান- এর দায়িত্ব গ্রহণ


প্রকাশন তারিখ : 2019-12-04

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান আজ (৪ ডিসেম্বর, ২০১৯ খ্রি.) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে বার্ডে আগমন করেন। প্রথমেই মহাপরিচালক মহোদয়কে বার্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বার্ডের পরিচালকদের সাথে মতবিনিময় করেন এবং বার্ডের বিভিন্ন কর্মকান্ড পর্যবেক্ষণ করেন।

745aaf4fba53da6ae266d0cfcc800049