Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০২২

বার্ড প্লান্ট মিউজিয়াম

 

 

উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

পল্লী ‍উন্নয়ন ও সমবায় বিভাগ

বাস্তবায়নকারী সংস্থা

বার্ড

বাস্তবায়নকাল

জুলাই ২০২০ – জুন ২০২৩

বাজেট

১ লক্ষ টাকা (২০২২-২৩)

অর্থায়নের ধরণ ও উৎস

বার্ড রাজস্ব

প্রকল্প পরিচালক/পরিচালকবৃন্দের নাম ও পদবী

কামরুল হাসান, সহকারী পরিচালক

মোঃ সালেহ আহমেদ, সহকারী পরিচালক

 

প্রকল্পের/প্রায়োগিক গবেষণার পটভূমি :      উন্নত জাতের ফলদ, ভেষজ ও মসলা জাতীয় বৃক্ষের জাত সংরক্ষণ এবং দেশীয় ফলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে জীবন্ত যাদুঘর সৃষ্টি করে কৃষক পর্যায়ে এসব জাতের চারার সম্প্রসারণ।

 

 

প্রকল্পের/প্রায়োগিক গবেষণার মূল উদ্দেশ্য : 

১। বিভিন্ন ফলদ, ভেষজ ও মসলা জাতীয় গাছের জাত সংরক্ষণ করা।

২। মাতৃবাগান সৃজনের মাধ্যমে মানসম্মত চারা উৎপাদন করা।

৩। সংশ্লিষ্ট বিষয়ে হাতে কলমে পাঠদান করা।

 

 

প্রকল্পের/প্রায়োগিক গবেষণার মূল কম্পোনেন্টসমূহ :  

১। ফলদ, ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা উৎপাদন

২। ব্যবহারিক পাঠদান

 

গ্রামীন উন্নয়নে প্রকল্পের/প্রায়োগিক গবেষণা কার্যক্রমের প্রভাব ও গুরুত্ব :

বাংলাদেশের বিপুল জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটানোর জন্য প্লান্ট মিউজিয়ামে উচ্চ ফলনশীল জাত সংরক্ষণ করা হবে। উত্তম ব্যবস্থাপনা ও সহনশীল আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে মাতৃবাগান সৃজন করা হবে। ফলদ, ভেষজ ও মসলা বৃক্ষের উপর গবেষণা এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণার্থীদেরকে মাটির গুনগত মান, সেচ ও সার প্রয়োগ, কলম তৈরি, মিশ্র চাষ, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। গবেষকদের জন্য ফিঙ্গার প্রিন্ট, টিস্যু কালচারসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করার সুযোগ সৃষ্টি করবে।